বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ থাকার দুই দিন পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য জুয়েল রানার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত বিজিবি সদস্য জুয়েল রানা চুয়াডাঙ্গার বাসিন্দা। তবে তার পরিবারের সদস্যরা শুক্রবার সকাল থেকে থানচিতে অবস্থান করছেন।
এদিকে, জুয়েল রানার মৃতদেহ স্থানীয় বড় মদক বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। রোববার সকালে বিজিবির বান্দরবান সেক্টরে প্রথম নামাজে জানাজা শেষে মৃতদেহ চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হবে।
বিজিবির বান্দরবান সেক্টরের কর্মকর্তা মেজর জহির উদ্দীন বাবর বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ৭৭ জন বিজিবি সদস্য মায়ানমার সীমান্ত এলাকা থানছির বড় মদক থেকে সন্ত্রাসবিরোধী অভিযান শেষে নৌকা করে ব্যাটালিয়নে ফিরছিলেন। বড় পাথর এলাকায় বিজিবির ইঞ্জিনচালিত নৌকা সাঙ্গু নদীতে ডুবে যায়। এতে জুয়েল রানা নিখোঁজ হন। এছাড়া নৌকায় থাকা চারটি অস্ত্র ও একশ রাউন্ড গুলি খোয়া যায়।
শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম থেকে আসা নৌবাহিনীর একটি ডুবুরিদল, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জেলেরা ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। পরে শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেন তারা।
বিকেল ৩টার দিকে বড় পাথর এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখা যায়। পরে মৃতদেহ উদ্ধার করে বড় মদক বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর