ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ১১০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ত্রিশালে ১১০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জেলার ত্রিশাল উপজেলায় ১১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামে অভিযান চালিয়ে তাদের ‍আটক করা হয়।



আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী মিন্টু (৩০), রমজান (৪০) ও প্রাইভেটকার চালক জাহিদ (২৫)।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। ‍ 

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালানো হয়। এ সময় সন্দিগ্ধ ওই প্রাইভেটকার তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে ভর্তি ১১০ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

দিনাজপুর থেকে এ ফেন্সিডিলের চালান ময়মনসিংহে আসে। পরে এ চক্রটি জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করে বলে ‍জানান ওসি।  

এ ঘটনায় ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।