রাবি: কিংশুক কিঞ্জলকে সভাপতি ও তমাশ্রী দাসকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মোড়ল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৬ষ্ঠ কাউন্সিলের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অধিবেশনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি নূরুল নাহিদ, সাংগঠনিক সম্পাদক সবুজ সেন, অর্থ সম্পাদক সুব্রত কর্মকার, দপ্তর ও পাঠাগার সম্পাদক রাশেদ রিমন, তথ্য ও গবেষণা বিষয়ক বিষয়ক সম্পাদক আবু সাইদ এবং রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক সাইমুম ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসএইচ