ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বিলুপ্ত ছিটমহলে তৈরি হবে পাকা রাস্তা-ক্লিনিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিলুপ্ত ছিটমহলে তৈরি হবে পাকা রাস্তা-ক্লিনিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: বিলুপ্ত হওয়া ১১১টি ছিটমহলের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রথম ধাপে ১৭০ কোটি টাকা ব্যয় হবে।


 
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে বিলুপ্ত ছিটমহলবাসীর সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী এ তথ্য জানান।
 
তিনি বলেন, বরাদ্দ হওয়া অর্থ দিয়ে প্রথম পর্যায়ে ২১৫ কিলোমিটার সড়ক, ৭১৫ মিটার ব্রিজ-কালভার্ট, ১২টি গ্রোথ সেন্টার ও ৫টি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে।
 
বিলুপ্ত এসব ছিটমহলের উন্নয়নে প্রয়োজনে সরকারের কাছে আরো অর্থ বরাদ্দ চাওয়া হবে বলে জানান তিনি।
 
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, ছিটমহল উন্নয়ন প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ও কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, বিলুপ্ত ছিটমহলের নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।