বগুড়া: বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদ খাদ্য বিভাগীয় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের অভিজাত হোটেল নর্থওয়ে মোটেলে কমিটি গঠন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সিরাজগঞ্জের বাঘাবাড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম রুবেলকে সভাপতি ও নওগাঁর প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক করে মোট ২১সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সঙ্গে তিনজন কর্মকর্তাকে এই সংগঠনের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে রাজশাহী বিভাগের সব জেলার খাদ্য বিভাগীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দুই পর্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম রুবেল।
সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ খাদ্য বিভাগীয় সন্তান কমান্ড বিভাগীয় কমিটির নবনির্বাচিত উপদেষ্টা দুপচাঁচিয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ডি.এম শাখাওয়াত হোসন, নওগাঁর মহাদেবপুরের খাদ্য নিয়ন্ত্রক মকলেচ আল আমিন, সহ-সভাপতি নাটোরের বনপাড়া গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রওশানুল কাওছার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদরের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হারুন-অর-রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। আর তাদের নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত এই কমিটির নেতৃবৃন্দ স্বাধীন দেশ বিনির্মাণে অধিক্ষেত্রের মাধ্যমে দৃষ্টান্তমূলক ভুমিকা রাখবে। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের একত্রিত করবেন। পাশাপাশি বিপক্ষের শক্তিদের বিতাড়িত করবেন।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন করাই হবে তাদের কাজ। সঙ্গে রাজশাহী বিভাগের খাদ্য ও ব্যবস্থাপনা স্বাধীনতার বিপক্ষের শক্তির মাধ্যমে যেন আক্রান্ত না হয়, চলমান অস্থিরতা, বিশৃঙ্খলা, প্রশাসনে নগ্ন হস্তক্ষেপ প্রতিহত করে খাদ্য বিভাগে সুন্দর ও সুশৃঙ্খল ধারা ফিরিয়ে আনাই হবে আজকের দিনের অঙ্গীকার।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/বিএস