ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ৬ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কুড়িগ্রামে ৬ কেজি গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রাম: কুড়িগ্রামে একটি ট্রাকে তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের ত্রিমোণী বাজার এলাকার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের আব্দুল সফিউদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২২), ট্রাক চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে নজিবুর রহমান (২০) ও ট্রাকের হেলপার একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব (৩৫)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোণী বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক থামানো হয়।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১২টি প্যাকেট রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ মাদক পাচারে জড়িত তিনজনকে আটক করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে  জানান, আটকদের জিজ্ঞাসাবাদকালে তারা জানিয়েছেন ট্রাক চালক ১৫ হাজার টাকার চুক্তিতে গাঁজার চালানটি বগুড়া নিয়ে যাচ্ছিলেন। ট্রাকের মালিক নাটোরের মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।