ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই চাঁদাবাজ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বগুড়ায় দুই চাঁদাবাজ আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার সাতমাথা-শেরপুর সড়কে গরু ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করায় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে।


 
আটককৃতরা হলেন- সদর উপজেলার চেলোপাড়ার জাকিরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান নুর ওরফে অনন্ত (২৫) ও সূত্রাপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মাহমুদ হাসান (৩৮)।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরেফা খাতুন বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৠাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।  

আটকৃতরা দীর্ঘদিন ধরে গরু বোঝাই ট্রাকে চাঁদাবাজি করে আসছিলো। আটক দুই চাঁদাবাজকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/বিএস                                                                                                                                                                                



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।