ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে শিশু নির্যাতন মামলায় গ্রেফতার ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ধুনটে শিশু নির্যাতন মামলায় গ্রেফতার ১ ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): চোর সন্দেহে শিশু শিক্ষার্থী রাব্বিকে নির্যাতনের মামলায় বগুড়ার ধুনট উপজেলায় আল আমিন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।

আল আমিন ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের নায়েব আলীর ছেলে।

এর আগে শুক্রবার(১১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে আল আমিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের লাল মিয়ার ছেলে রাব্বি মিয়া (৮) মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় রাব্বি। পথে মানিকপোটল গ্রামের কোরবান আলীর (জনশূন্য) বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল রাব্বি।

এসময় কোরবান আলীর প্রতিবেশী মিষ্টি ব্যবসায়ী খলিলুর রহমান রাব্বিকে চোর সন্দেহ করে। রাব্বি কোরবান আলীর বাড়ির ভিতর চুরির উদ্দেশে ঢুকেছিল। এমন অভিযোগ এনে রাব্বিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করে তিন ব্যক্তি। পরে স্থানীয় গ্রাম পুলিশের সংবাদের ভিত্তিতে ৫ ঘণ্টা পর পুলিশ রাব্বিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে রাব্বির বাবা লাল মিয়া বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।
 
** চোর সন্দেহে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।