ফরিদপুর: বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে ফরিদপুর রোটারি ক্লাব।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ২শ’ চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর রোটারি ক্লাবের সভাপতি ডা. এম এ জলিল, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহজাদী বেগম, রোটারিয়ান আজমল হোসেন, অ্যাড. তুষার দত্ত, একেএম শাহজাহান কবীর, নাজমা আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএসআর।