টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের লক্ষণ রাজ বংশীর ছেলে ইন্দ্র মোহন রাজ বংশী (২২), ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের বিশু কাজীর ছেলে জহির কাজী (২৫) ও গোড়াই নাজিরপাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিশির (১৮)। এদের মধ্যে ইন্দ্র মোহন রাজ বংশী ও জহির কাজীকে এক বছর করে এবং শিশিরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ওই তিন যুবক দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। খবর পেয়ে মির্জাপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান মিলন ও নূরুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পরে, দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএটি/এসআই