ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে প্রীতি খাতুন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রীতি ওই গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে চালারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে প্রীতি বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। টের পেয়ে স্বজনরা প্রীতিকে পুকুর থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদ মঞ্জুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএটি/এসআই