ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেফাকে’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহিষ্কারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বেফাকে’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহিষ্কারের দাবি ছবি:দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি কওমি মাদ্রাসার নিয়ন্ত্রণ সংস্থা কওমি শিক্ষা বোর্ড ‘বেফাকে’র মর্যাদা ধরে রাখতে এর সঙ্গে জড়িত ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তাদের বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক ফেডারেশন নামের সংগঠন।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আব্দুল মাজেদ আত্হারী বলেন, অনেকদিন ধরে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে খবর প্রকাশিত হয়ে আসছে।

বোর্ডের প্রকাশনা বিভাগের টাকা আত্মসাতের অভিযোগে একজন কর্মচারী ইতিমধ্যে বরখাস্তও হয়েছেন। এছাড়া অনিয়মের তথ্য তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। এ বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর।

এ ধরনের ঘটনায় পুরো শিক্ষা বোর্ডের মর্যাদা ক্ষুণ্ন করে উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসসহ প্রকাশনা বিভাগে দুর্নীতি এবং বই নকলের সঙ্গে জড়িতদের অবিলম্বে বহিষ্কার করতে হবে।

বোর্ডের কর্মকর্তাদের মধ্যে যারা রাজনৈতিক দলীয় পদবী ধারণ করেন তাদেরকেও অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।

এ সময় সংবাদমাধ্যমে এ বিষয়ে আরোও তদন্ত করে প্রতিবেদন প্রকাশের আহবান জানানো হয়।

সংগঠনের মহাসচিব মুফতি কামরুল ইসলাম ভূইয়াসহ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এজেডকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।