চাঁপাইনবাবগঞ্জ: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমের কার্টনে করে ৪৫ রাউন্ড গুলি পাঠানোর ঘটনার মনির (২৫) নামে আরো একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাকে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ সড়কের রসুলপুর মোড় থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া আসামি জনির জবানবন্দির সূত্র ধরে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক মনির শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৩ জুন রাতে এসআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো ৫৩টি আমের ঝুড়ির মধ্যে একটি আমের ঝুড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করে র্যাব। এ সময় কুরিয়ার সার্ভিসের শিবগঞ্জ শাখার ম্যানেজার রাজিত বিল্লাহ রাজু ও কর্মচারী আব্দুল কাইয়ুমকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। প্রাথমিক তদন্তে জনি নামে এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত থাকার তথ্য পায় পুলিশ। পরে, তাকে আটক করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
জবানবন্দিতে নিজেকে সম্পৃক্ত থাকার কথা শিকার করে আহাদ ও মনির নামে আরও দুই জন অস্ত্র ব্যবসায়ী জড়িত বলে স্বীকারোক্তি দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে মনিরকে আটক করে পুলিশ।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ রানা আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমজেড