সাভার (ঢাকা): সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মমতাজ বেগম (৫০) নামের এক বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে একই এলাকার কদম আলী।
শনিবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার সাগিপাড়া এলাকায় এঘটনা ঘটে।
বৃদ্ধার স্বামী আমজাদ আলী বাংলানিউজকে বলেন, আমার গরু একই এলাকার কদম আলীর ধানক্ষেতে যায়। এ সময় আমার স্ত্রী গরুটিতে আনতে গেলে কদম আলী ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে। এতে মমতাজ গুরুতর গুরুতর আহত হন।
পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএস