ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে বেধড়ক পিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
সাভারে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে বেধড়ক পিটুনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মমতাজ বেগম (৫০) নামের এক বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে একই এলাকার কদম আলী।

শনিবার (১২ সেপ্টেম্বর ‍) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার সাগিপাড়া এলাকায় এঘটনা ঘটে।



বৃদ্ধার স্বামী আমজাদ আলী বাংলানিউজকে বলেন, আমার গরু একই এলাকার কদম আলীর ধানক্ষেতে যায়। এ সময় আমার স্ত্রী গরুটিতে আনতে গেলে কদম আলী ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে। এতে মমতাজ গুরুতর গুরুতর আহত হন।

পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।