হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সামসুল আলম (৪০) নামে স্থানীয় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সামসুল আলম বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের আকবর হোসেনের ছেলে। তিনি কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সামসুল আলম মদপান করে কাগাপাশা মন্দিরহাটি এলাকার এক বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি ওই বাড়ির ৫ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করেন। সকালে ওই ছাত্রীকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার স্বজনরা।
এ ঘটনায় শনিবার দুপুরে ছাত্রীর মা বাদী হয়ে সামসুল আলমকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বানিয়াচং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল বিকেলে উপজেলার কাগাপাশা-হলিমপুর সড়কের হলিমপুর থেকে সামসুলকে গ্রেফতার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ধর্ষিত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমজেড