ঢাকা: রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আরিফ খান (৩৭) নামে ওই ব্যক্তি প্রাইভেটকার চালক।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি মারা যান।
ঘটনা প্রসঙ্গে পথচারী রমজান আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে খিলক্ষেত ওভারব্রিজের নিচে বাসে ওঠার সময় আরেক বাসের ধাক্কায় আরিফ গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেকে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/আইএ