ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মেলান্দহে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মেলান্দহে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

জামালপুর: জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় রাজ্জাক (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-দেওয়াগঞ্জ সড়কের শাহাজাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাজ্জাক মেলান্দহ উপজেলার ২নং চর এলাকার সহমন্ডলের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক বাংলানিউজকে জানান, রাতে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট-১৮-২২০১ ট্রাকটি উপজেলার শাহাজাদপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা রাজ্জাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর ড্রাইভার-হেলপার পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।