ভোলা: মাদক সেবন ও ইভটিজিংয়ের পৃথক অপরাধে ভোলা সদর ও চরফ্যাশনে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে তিনমাস ও একজনকে ছয়মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলা শহরের পৌর কাঠালী এলাকার আবদুল মালেকের ছেলে রাহাত (২২), ইলিশা ইউনিয়নের মাহাবুব আলমের ছেলে রিমন (২৫) ও চরফ্যাশন উপজেলার পৌর ৭নং ওয়ার্ডের মৃত বশির হাওলাদারের ছেলে রাকিব (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল হাসান জানান, মাদক সেবনের সময় ডিবি পুলিশের দুটি টিম দুই পুড়িয়া খাজাসহ পৌর কাঠালী থেকে রাহাত ও ইলিশা থেকে রিমনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তোফায়েল হোসেন উভয়ের তিন মাস করে কারাদণ্ড দেন।
অপরদিকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্কুল-কলেজের মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে চরফ্যাশন পৌর ৭নং ওয়াড থেকে রাকিব নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসে ওই যুবকের ছয়মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ