ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

অধুনালুপ্ত ছিটমহলের উন্নয়নে ১৭০ কোটির প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অধুনালুপ্ত ছিটমহলের উন্নয়নে ১৭০ কোটির প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: অধুনালুপ্ত নীলফামারীর ডিমলা উপজেলার চার ছিটমহল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ভেতরে বিলুপ্ত বড় খানকি, বড় খানকি খারিজা গিতালদহ, খানকি খারিজা গিতালদহ ও নগর জিগাবাড়ি পরিদর্শন শেষে সন্ধ্যায় নগর জিগাবাড়িতে এক মতবিনিম সভা করেন তিনি।



সভায় প্রধান প্রকৌশলী বলেন, অধুনালুপ্ত ছিটমহলগুলোর উন্নয়নে ১৭০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে দেড় থেকে দুই মাসের মধ্যে উন্নয়ন কাজ শুরু করা যাবে।

এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ জানান, ডিমলার ভেতরে অধুনালুপ্ত চার ছিটমহলে প্রথম পর্যায়ে ৩ দশমিক ২ কিলোমিটার সড়ক ও ১টি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ডিসেম্বর নাগাদ কাজ সম্পন্ন করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।