মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের নীলকুঠিপাড়ায় শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের (আলগামন) চাপায় রিয়াদ হোসেন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলকুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদ স্থানীয় শরীফুল ইসলামের ছেলে। সে ওই এলাকায় এনজিও পরিচালিত প্রাকপ্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
নছিমনের চালক ভাটপাড়ার কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রিয়াদসহ কয়েকটি শিশু আমার নছিমনে করে স্কুল আসছিল। স্কুলের সামনে এসে আমি গাড়ি থামানোর আগেই রিয়াদ লাফ দিয়ে নামতে গিয়ে সামনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় রিয়াদকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই