ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের অবরোধ আজও, সতর্কাবস্থায় পুলিশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
শিক্ষার্থীদের অবরোধ আজও, সতর্কাবস্থায় পুলিশ ছবি: কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রোববার (১৩  সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অবরোধ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচিকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থানে রয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।



ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে শুরু হবে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ-ক্লাস বর্জন ও ধর্মঘট। ঠিক ১০টায় রাজধানীর কলাবাগান ওভারব্রিজ, সোবহানবাগ মোড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধের ঘোষণা দিয়েছেন।

আর বেলা ১১টায় বনানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে শুরু হবে অবরোধ। একই সময় মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় ও উত্তরা হাউজ বিল্ডিং সড়কে অবস্থান নেবেন সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়া, বেলা ১২টায় ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর সড়কে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে আন্দোলনের মুখপাত্র ফারুক আহমেদ আরিফ বাংলানিউজকে বলেন, সকাল ১০টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগান ওভারব্রিজ-সোবহানবাগ মোড়ে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ধানমন্ডি-৩২ নম্বর ও স্টেট ইউনিভার্সিটি পর্যন্ত যাবেন। এরপর আবার কলাবাগানে ফিরে আসবেন।

এর আগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, এদিনও শান্তিপূর্ণ কর্মসূচি হবে বলে দাবি করেন তিনি।

তবে, এই আন্দোলনকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থানে রয়েছে পুলিশ। শিক্ষার্থীদের ঘোষিত আন্দোলনের পয়েন্ট কলাবাগান ওভারব্রিজ, সোবহানবাগ মোড়, বনানী, মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তা, উত্তরা হাউজ বিল্ডিং সড়ক, ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর এলাকার সড়কে সতর্কাবস্থানে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এসব এলাকার সড়কগুলোতে পুলিশ সদস্যদের টহলও লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছেন বাংলানিউজের করেসপন্ডেন্টরা।

ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় দায়িত্বরত পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ক্রাইম অ্যান্ড অপস) ওহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের রাজপথ অবরোধের কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছি।

জনচলাচলে বিঘ্ন ঘটে এমন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না জানিয়ে এডিসি ওহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা চাইলে শান্তিপূর্ণ মানববন্ধন করতে পারবে।

ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম ও পূর্ব মাথা, ফার্মগেট, শুক্রাবাদ, শ্যামলী, তেঁজগাও শিল্পাঞ্চলসহ বিভিন্ন পয়েন্টে তেঁজগাও বিভাগের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

রমনা বিভাগের এডিসি ইব্রাহীম খানও একইভাবে বলেন, জনসাধারণের চলাচলে যেন বিঘ্ন না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। রাজপথ কোনোভাবেই অবরোধ করতে দেওয়া হবে না।

সায়েন্সল্যাব, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সম্মুখ, পান্থপথ, শাহবাগ, প্রেসক্লাব, রাইফেল স্কয়ারসহ বিভিন্ন পয়েন্টে রমনা বিভাগের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

কেবল ঢাকায়ই নয়, টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, শরীয়তপুরেও রোববার আন্দোলনে নামবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা।

ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ক্লাস বর্জন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে দেওয়া হয় এ ঘোষণা। এতে বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ইন্ডিপেনডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউ-বি), ব্র্যাক, ড্যাফোডিল, স্ট্যামফোর্ডসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা স্পস্ট করে বলতে চাই, আমাদের এই আন্দোলন শুধু সরকারের ভ্যাট বিষয়ক সিদ্ধান্তের বিরুদ্ধে, কোনোভাবেই সরকারের বিরুদ্ধে নয়। বরং আমরা সরকারের সহযোগিতা চাই। আমরা চাই সুষ্ঠুভাবে ক্লাসে ফিরে যেতে, অব্যাহত রাখতে চাই আমাদের শিক্ষা কার্যক্রম। শিক্ষা অর্জন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫/আপডেট ১০১৬ ঘণ্টা
এনএইচএফ/আইএ/এইচএ/

** ভ্যাট বাতিলের দাবিতে ঢাকার রাজপথে শিক্ষার্থীদের অবরোধ
** রোববার রাজপথ অবরোধ ও ক্লাস বর্জন
** প্যাসিফিক শিক্ষার্থীদেরও ক্লাস বর্জন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।