ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ঝিনাইদহে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের দক্ষিণ কালিকাপুর থেকে ওবাইদুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



মৃত ওবাইদুল ইসলাম সদর উপজেলার বাকড়ী গ্রামের দবির হোসেনের ছেলে।

তিনি চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত ছিলেন। গত ২ আগস্ট তিনি অবসরকালীন ছুটিতে বাড়িতে আসেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে এলাকাবাসীর থেকে খবর পেয়ে  কালিকাপুরে ওবাইদুল ইসলামের নিজ বাড়ির পাশের প্রাচীরের মাঝ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওবাইদুল ইসলামের স্ত্রী শিখা খাতুন (৪০), ছেলে লিংকন (১৭) ও মেয়ে লিমাকে (১৪) আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।