ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের (৮০৬ ডাউন) ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।



রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। শিগগিরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।