ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
শার্শায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় চোর সন্দেহে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

রোববার (১৩ সেপ্টম্বর) ভোর ৪টার দিকে শার্শার হাড়িখালী জজুনাথপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।



সাইফুল ওই গ্রামের কাওছারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শার্শার বাগআচড়া ফাঁড়ি পুলিশ জানায়, ভোরে পাশের বাড়িতে চুরির চেষ্টা করেন সাইফুল। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে  প্রতিবেশীরা ছুটে এসে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সকালে তার স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খরব পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।