ঢাকা: ঢাকা মহানগর জাসদ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. কামরুল ইসলাম মোমিন হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি রফিকের ফাঁসির রায় কার্যক্রর করার দাবি জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (১৩ সেপ্টম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা পৌনে ১২টার দিকে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মনববন্ধনে অংশ নেন-জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. শামসুল ইসলাম শিপন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু, জাসদ ছাত্রলীগের দফতর সম্পাদক গৌতম শীল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাসুদ আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ছাত্রনেতা মোমিন হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি রফিকের দ্রুত ফাঁসির রায় কার্যকরের জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএস/টিআই