ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় নিহত ১ ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কদমতলায় ট্রাকের চাপায় অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত লাভলু (২৮) যশোরের ঝিকরগাছা উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল বাংলানিউজকে জানান, লাভলুর ট্রাকের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে তিনি ত্রুটি ঠিক করার চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে অপর একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লাভলুর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।