ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মোটরসাইকেল আরোহীদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
খাগড়াছড়িতে মোটরসাইকেল আরোহীদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মোটরসাইকেল আরোহীদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা জোন ও পুলিশের যৌথ উদ্যোগে শহরের জিরোমাইল এলাকায় মোটরসাইকেল আরোহীদের সচেতন করতে তাদের বিনামূল্যে হেলমেট দেওয়া হয়।



খাগড়াছড়ি সদর জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট সৌমিক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া সেখানে উপস্থিত থেকে মোটরসাইকেল আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।