ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কার্যকরী কমিটির বৈঠক সোমবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কার্যকরী কমিটির বৈঠক সোমবার

ঢাকা: বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কার্যকরী কমিটির বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে।

এ জন্য মালয়েশিয়ার মানবসম্পদ বিভাগের সেক্রেটারি জেনারেল সারিপউদ্দিন কাশিমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল শনিবার ঢাকা পৌঁছেছেন।



এদিন সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে দুদেশের মধ্যকার যৌথ কার্যকরী কমিটির ষষ্ঠ এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনা হবে জানা গেছে।

২০১২ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) সমঝোতা স্মারকের আওতায় গঠিত যৌথ কার্যকরী কমিটির নিয়মিত বৈঠকে যোগ দিতেই বাংলাদেশে এসেছেন তারা।

প্রবাসীকল্যাণ সচিব ইফতেখার হায়দারের নেতৃত্বে অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধি দল। এদিন বৈঠকের আগে প্রতিনিধি দলটি প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সূত্র বলছে, এর আগে ২০১২ সালে জিটিজি পদ্ধতিতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে এ কমিটি গঠন হলেও এবারের বৈঠকে জিটুজি’র পাশাপাশি বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা হবে। কারণ, কিছুদিন আগেই বাণিজ্যিকভাবে বাংলাদেশ থেকে ৫ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া।

সে প্রক্রিয়াটি যেন কোনো সিন্ডিকেটের হাতে না যায়, সে বিষয়টিও আলোচনার অন্যতম এজেন্ডা হতে পারে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জেপি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।