ঢাকা: মূল্য সংযোজন কর (ভ্যাট) নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর যেটা বর্তায় সেটা কিন্তু আমরা করছি। আইন-শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
তারা (আন্দোলনকারী) যাতে কোনো ধরনের যানবাহনের ওপর হামলা না করতে পারেন, ধ্বংসাত্মক কাজে যাতে লিপ্ত না হতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছে।
সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে গত কয়েকদিন ধরে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি এবং জনভোগান্তি তৈরি হয়েছে।
ভোগান্তি নিরসনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও ভ্যাট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা মাননীয় অর্থমন্ত্রীর ব্যাপার।
সভায় পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআইএইচ/এএসআর