আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি পুকুর থেকে ২১২ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের চাড়াবটগাছ কোনাবাড়ি এলাকার একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়।
উপজেলার গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার করিমুল হক বাংলানিউজকে জানায়, গোপন খবরের ভিত্তিতে কোনাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রামের আব্দুল আলিমের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ২১২ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
তিনি জানান, পাচারের জন্য এগুলো পুকুরে ফেলে একটি রশি দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছিল। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআর