ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে ঘের ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কালিগঞ্জে ঘের ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মোস্তাফিজুর রহমান ভুট্টো (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘেরে যাওয়ার পথে উপজেলার রামনগর এলাকা থেকে ৭/৮ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে।



মোস্তাফিজুর রহমান ভুট্টো রামনগর গ্রামের আনোয়ার সরদারের ছেলে।

আনোয়ার সরদার বাংলানিউজকে বলেন, গ্রামের পাশেই বকরবিলে তার ছেলে ভুট্টোর মাছের ঘের রয়েছে। প্রতিদিন রাতে পাহারা দেওয়ার জন্য সে ঘেরের টঙে (ঘের পাহারা দেওয়ার ঘর) ঘুমাত।

শনিবার রাতে ঘেরে যাওয়ার পথে রামনগরের কাদিপাড়া কালভার্ট এলাকায় পৌঁছানো মাত্র তিন/চারটি মোটরসাইকেলে করে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায় বলে তিনি লোক মারফত জানতে পেরেছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় এখনো কেউ সাধারণ ডায়রি (জিডি) অথবা অভিযোগ করেনি। তবে, পুলিশ তাকে উদ্ধারে চেষ্টার ত্রুটি করছে না।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।