ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার তামিনগর গ্রামের সিতাব উদ্দিন শেখের ছেলে নাঈম শেখ ও একই গ্রামের গোলাম রব্বানীর ছেলে ইকবাল হোসেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান বাংলানিউজকে জানান, যুবদল নেতা আবু জাফর হত্যা মামলার দুই আসামি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবদার মোল্লার বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে নাঈম ও
ইকবালকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ গ্রামের একটি ধানক্ষেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করে।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আবু জাফর পাশের রয়েরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় পাঁচ/ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়। টের পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/এসআই