ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতিতে হাসিনার ভূমিকার প্রশংসা ভ্যাটিকান মন্ত্রীর

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সাম্প্রদায়িক সম্প্রীতিতে হাসিনার ভূমিকার প্রশংসা ভ্যাটিকান মন্ত্রীর ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করছে উল্লেখ করে এ সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেছেন ভ্যাটিকানের মন্ত্রী ও পোপ ফ্রান্সিসের বিশেষ প্রতিনিধি ফার্নান্দো ফিলোনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন তিনি।



সাক্ষাতে প্রধানমন্ত্রী সফররত ফার্নান্দো ফিলোনিকে বলেন, ‘দেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এবং আমাদের সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ’

তিনি বলেন, ‘সরকার বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের লোকজনের মধ্যে সংলাপ অনুষ্ঠানকে উৎসাহিত করে আসছে। ’
 
ক্যাথলিক সম্প্রদায়ের লোকজন বাংলাদেশে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে এর প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ক্যাথলিক সম্প্রদায়ের লোকজনের সম্পৃক্ততার কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
 
ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।

শেখ হাসিনা ভ্যাটিকানের মন্ত্রীর মাধ্যমে পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
 
ভ্যাটিকানের মন্ত্রী এসময় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান করছে উল্লেখ করে এর প্রশংসা করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।
 
ফার্নান্দো ফিলোনি প্রথমবারের মত বাংলাদেশ সফরে এসেছেন। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ বলে প্রধানমন্ত্রীকে জানান।
 
সাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।