ঢাকা: রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকায় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিশুটির খালাতো বোনের স্বামী ও তার দুই সহযোগী শিশুটিকে ধর্ষণ করেন।
রোববার শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা।
শিশুটির পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকেলে শিশুটিকে জোর করে টেনে বাড়ির পাশের আরেকটি বাড়িতে নিয়ে যায় তার খালানো বোনের স্বামী আজাদ ও আরও দুই ব্যক্তি।
সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তারা। পরে ঘটনাটি স্থানীয় মনির নামে এক ব্যক্তিকে জানানো হয়। মনির আজাদের পক্ষ থেকে ১৫ হাজার টাকায় বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। এতে রাজি হয়নি শিশুটির পরিবার।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে জানান, তারা এ রকম কোনো অভিযোগ পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/এসআর