ঢাকা: চার অতিরিক্ত সচিবসহ প্রশাসনের ২৫ ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করে।
আদেশে অতিরিক্ত সচিব পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অমিত কুমার বাউলকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. জাকির হোসেন আকন্দকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ওএসডি মো. সামসুজ্জামানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ড. মো. নুরুন্নবী মৃধাকে ওএসডি করা হয়।
এছাড়া যুগ্ম সচিব পর্যায়ে ২১ কর্মকর্তাকে পৃথক আদেশে রদবদল করা হয়।
আদেশ দেখতে ক্লিক করুন
বাংলাদেশ সময় : ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএমএ/এএসআর