ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদের আগে-পরে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ঈদের আগে-পরে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: আসন্ন ঈদ‍ুল আজহা উপলক্ষে ঈদের আগের তিন দিন ও ঈদের পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ধাপের পুনর্বাসন কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে মন্ত্রী একথা জানান।


 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ন্যাম ভবন থেকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত দুটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
কর্মশালায় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌসসহ সেতু বিভাগের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।