রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা সদর মসজিদের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই সাইকেল আরোহী। ঘটনাস্থলে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় সাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিকুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
বেলা ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিল।
মৃতের অনুমানিক বয়স ৩৮ বছর হবে এবং তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান আমিনুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএস/টিআই