ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালসহ দেশের তিনটি স্থানে একযোগে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন  করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর হাসপাতাল রোডের উত্তর সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়।



বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন প্রদীপ প্রজ্জ্বলন করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত আঞ্চলিক এ কেন্দ্রের উদ্বোধন করেন।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহ ভিসা আবেদন কেন্দ্রেরও উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পঙ্কজ শরন বলেন, আমরা সামনে-পেছনে নয়, একসঙ্গে পাশাপাশি চলতে চাই। বাংলাদেশের মানুষের সময় বাঁচাতে ও আর্থিক ভোগান্তি থেকে রক্ষায় এবং সহজে ভারতীয় ভিসা পেতে বরিশাল, রংপুর ও ময়মনসিংহে ভিসা আবেদন কেন্দ্র করা হয়েছে।

তবে ভারতীয় ভিসা পেতে মানুষকে যেন ভোগান্তি পোহাতে বা দালালের কবলে না পড়তে হয় সেদিকে নজর রাখা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ সেনগুপ্ত ও স্টেট ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি হেড পিনাক চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ জেনুন্নেছা আফরোজ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান প্রমুখ।

দুই দেশের যোগাযোগ সহজ করতে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ আঞ্চলিক ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়। এখানে ভিসার জন্য আবেদন জমা দেওয়া যাবে। আবেদন প্রক্রিয়া ঢাকায় সম্পন্ন হয়ে বরিশাল কেন্দ্র থেকেই তা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।