ঢাকা: দুর্নীতি অনুসন্ধানের জন্য ১১টি প্রাতিষ্ঠানিক টিমকে বিলুপ্ত করে ১০ সদস্য বিশিষ্ট টাস্কফোর্সের তালিকা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুসারে পৃথক দুটি টিমে (টিম-এ ও টিম-বি) ৫ জন করে মোট ১০ জনকে নিয়োগ দেয় কমিশন।
টিম-এ’তে রয়েছেন— দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক শেখ আব্দুস ছালাম, দেবব্রত মণ্ডল ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।
টিম-বি’তে রয়েছেন— দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, মো. মঞ্জুর মোর্শেদ, সহকারী পরিচালক সৈয়দ আহমেদ, মো. মাসুদুর রহমান ও উপ-সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ।
টিমের নির্দেশনায় বলা হয়ছে, নতুন গঠিত দুটি টিম কমিশনের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) এর নিয়ন্ত্রণে থাকবে।
কমিশনের চেয়ারম্যানের নির্দেশক্রমে প্রাতিষ্ঠানিক টিমের সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। নতুন টিমের কাজ হলো— সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ইতিবাচক ও নেতিবাচক দিক, জনসেবা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা এবং সেবা গ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির যেসব কারণ রয়েছে তা খুঁজে বের করা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন/নীতিমালার দুর্বলতার জন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হওয়ার সুযোগ থাকলে সেক্ষেত্রে আইনি দুর্বলতা চিহ্নিত করা।
জানা গেছে, বিভিন্ন অভিযোগ ও অসন্তোষের পর বিলুপ্ত করা হয়েছে দুদকের প্রাতিষ্ঠানিক টিম। সরকারি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার জন্য গঠিত এসব টিম বাদ দিয়ে করা হয় ১০ সদস্যের শক্তিশালী এ দুটি টাস্কফোর্স।
এ টাস্কফোর্সের অবস্থান দুদকের সদর দফতরেই থাকবে। তবে সরকারি বিভিন্ন দফতরে অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া মাত্র কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে ছুটে যাবে টাস্কফোর্স।
এর আগে প্রাতিষ্ঠানিক টিমকে বিলুপ্ত করে নতুন দুটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তের বিষয়টি গত ১০ আগস্ট বাংলানিউজকে নিশ্চিত করেছিলেন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু। সিদ্ধান্তের এক মাস পর টিমের সদস্যদের নাম ঘোষণা করে দুদক।
বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এডিএ/আরআই