ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রী থেকে শিশু পাচারকারী সন্দেহে গ্রেফতারকৃত চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া চারজন হলেন আরিফুর রহমান, হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা, ফিরোজ আলম শুভ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বনশ্রী এলাকার একটি আবাসিক ভবন থেকে শিশু পাচারকারী সন্দেহে ওই চারজনকে আটক করে পুলিশ। এ সময় ওই ভবন থেকে দশজন শিশুকেও উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার এসআই জিয়ারত হোসেন। শুনানি শেষে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপুর আদালত।
স্থানীয়দের বরাত দিয়ে রামপুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আসাদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে একজন দুপুর ১২টার দিকে ওই বাসা থেকে বের হয়ে চিৎকার করে বলে ‘আমাদের এখানে আটকে রেখেছে, আপনারা বাঁচান’। পরে এলাকাবাসী থানায় সংবাদ দিলে বনশ্রী আবাসিক এলাকার সি ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাসার ছয়তলায় অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যালয় নামে দাবি করা ওই বাসায় এ অভিযান চালায় পুলিশ।
উদ্ধারকৃত ১০ শিশু হলো- ভোলার বাবুল (১০), আব্বাস (১০), স্বপন (১১), নোয়াখালীর আকাশ (১০), রফিক (১৩), কুমিল্লার মোবারক হোসেন (১৩), পিরোজপুরের আবদুল্লাহ আল মামুন (১১), নারায়ণগঞ্জের ইব্রাহিম (১০), ময়মনসিংহের রাসেল (১৩) ও মৌলভীবাজারের ফরহাদ হোসেন (১০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা দাবি করেছেন, তারা একটি এনজিও’র কাজে ওই শিশুদের একত্রিত করেছিলেন। তবে তাদের বক্তব্য সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পরে শিশু মোবারকের চাচা মনির হোসেন আটক চারজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন (নম্বর-১৩)।
এনজিও’র আড়ালে গ্রেফতারকৃতরা শিশু পাচার করছেন কি-না সেটা তদন্তে পুলিশ তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআই/এএসআর