বরগুনা: বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের ১৪ হিন্দু পরিবারের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ওই গ্রামে গিয়ে তাদের একটি পাওয়ার টিলার, ১৪টি সার প্রয়োগ যন্ত্র ও ১৪টি আগাছা নিরানি যন্ত্র দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, তালতলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা কৃষি উপ-পরিচালক অশোক কুমার হালদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখ রঞ্জন শীল প্রমুখ।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই অঞ্চল যেহেতু কৃষি নির্ভর, তাই তাদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। যাতে করে তারা নিজেরা কাজ করে স্বাবলম্বী হতে পারে। পর্যায়ক্রমে তাদের জন্য আরো সহায়তার ব্যবস্থা করা হবে, যাতে করে এই পরিবারগুলো সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে।
উল্লেখ্য, স্থানীয় কয়েকজন প্রভাবশালী এই ১৪টি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসন তাদের নিজ নিজ বসতভিটায় পুনর্বাসন করে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই