ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

এলজিআরডি মন্ত্রীর প্রেসক্লাব পরিদর্শন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এলজিআরডি মন্ত্রীর প্রেসক্লাব পরিদর্শন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: জাতীয় প্রেসক্লাব পরিদর্শন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির আমন্ত্রণে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব পরিদর্শনে আসেন মন্ত্রী।



এ সময় জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী তৃতীয় তলার ভবন নির্মাণসহ ক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা কামনা করে মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এর আগে মন্ত্রী জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।  

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- আমানুল্লাহ কবির, মঞ্জুরুল আহসান বুলবুল, সাইফুল আলম, শ্যামল দত্ত, আমিরুল ইসলাম কাগজী, মোল্লা জালাল, ইলিয়াস খান, আশরাফ আলী, সরদার ফরিদ, শামসুল হক দূররানী, হাসান আরেফিন ও শামসুদ্দিন আহমেদ চারু।

মতবিনিময় শেষে মন্ত্রী ও সচিব ক্লাবের তৃতীয় তলাসহ ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫/আপডেট ১৮৫৮ ঘণ্টা
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।