ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
হাতিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় আবুল খায়ের(৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

রোববার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের সেন্টারবাজার-ভিরভিরিবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।



আবুল খায়ের জাহাজমারা ইউনিয়নের ভিরভিরি গ্রামের মৌলভী আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে সেন্টার বাজারের দিকে যাচ্ছিলেন আবুল খায়ের। এসময় একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আবুল খায়েরের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ চালক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উপজেলার সাগরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ(এসআই) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।