নোয়াখালী: ছবি সম্বলিত ভোটার তালিকা প্রণয়নের জন্য ছবি সংগ্রহে নতুন ভোটারদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ অভিযোগের ভিত্তিতে উপজেলার নির্বাচন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সূবর্ণচর উপজেলার ৫নম্বর চরজুবলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনিয়মের অভিযোগ তোলেন নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন নতুন ভোটার।
নতুন ভোটাররা মোবাইল ফোনে বিষয়টি বাংলানিউজকে জানান, রোববার সকাল থেকে উপজেলার চরজুবলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি সম্বলিত ভোটার তালিকা প্রণয়নের জন্য ছবি সংগ্রহে নতুন ভোটারদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে দেওয়ার কথা বলে।
অনেকে বিষয়টি না বুঝে তাদেরকে টাকা দেয়। কয়েকজনে টাকা না দিয়ে এর প্রতিবাদ করলে তাদের ছবি না তুলে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তারা বিষয়টি সংবাদকর্মীদের জানান।
সংবাদকর্মীরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এ বিষয়ে চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী বাংলানিউজকে জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং খোঁজ নিয়ে দেখি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
তিনি বলেন, ছবি সংগ্রহের কাজে নিয়োজিত লোকজনের এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। মূলত বাহিরের কিছু দালাল শ্রেণির লোক সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নিচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, অভিযোগের বিষয়টি জানতে পেরে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে টাকা নেওয়ার অভিযোগে দু’জনকে আটক করি। তবে তারা বাইরের লোক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএইচ