চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাটে কয়লা দিয়াড় চমৎকার বাজার ঘাট উন্নয়ন সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনটি গ্রুপের ১৩ বৈঠার চারটি দল, ৭ বৈঠার তিনটি দল ও ৫ বৈঠার তিনটি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ১৩ বৈঠার চারটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় সুনীল মাঝি দল ও রানাআপ হয় সবুর মাঝির দল।
এছাড়া পাঁচ বৈঠার তিনটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় সালেক মাঝির দল ও রানাআপ হয় এমদাদুল মাঝির দল।
অপরদিকে, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারজন সাঁতারু। এতে চ্যাম্পিয়ন হয় ধাইনগর এলাকার খেলোয়াড় সিহাব উদ্দিন ও রানাআপ হয় বিনোদপুর-তেলকুপি এলাকার জাহাঙ্গীর।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়লা দিয়াড় চমৎকার বাজার ঘাট উন্নয়ন সমিতির আহ্বায়ক জেম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ প্রতিযোগীদের খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম রাব্বানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন-শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারীবুল হক রাজিন, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মান্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ব্যতিক্রমী ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন শিবগঞ্জ উপজেলার প্রায় ১০ সহস্রাধিক দর্শক।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/আরএ