ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
নেত্রকোনায় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ছবি: প্রতীকী

নেত্রকোনা: খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধভাবে খাবার তৈরির দায়ে নেত্রকোনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম জাদিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



শহরের মেছুঁয়া বাজার, ছোটবাজার, বারহাট্টা রোডসহ পাড়লা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে দোকান, বেকারি ও একটি সেমাই তৈরির কারখানা থেকে জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহমান জাদিদ বাংলানিউজকে জানান, অবৈধ ও ভেজাল সেমাই তৈরির দায়ে পাড়লা বাসস্ট্যান্ড এলাকার বনবিথী কারখানায় ৩০ হাজার টাকাসহ অন্য প্রতিষ্ঠান থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।