ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে কোরবানির পশু জবাইয়ে স্পট নির্ধারিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ঈদে কোরবানির পশু জবাইয়ে স্পট নির্ধারিত

রাজশাহী: আসছে ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করতে রাজশাহী মহানগরীতে প্রতি ওয়ার্ডে পাঁচটি করে স্পট নির্ধারিত থাকবে।

এছাড়া ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।

এ লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জানিয়ে মাইকিংয়েরও উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) নগর ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় রাজশাহী মহানগরীতে ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের স্থান সুনির্দিষ্টিকরণ ও বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

ঈদে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে দেশের পৌর প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আলোচনা হয়। সেই অনুযায়ী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৫টি করে স্পট নির্ধারণের সিদ্ধান্ত হয়।

স্পটগুলোতে সিটি করপোরেশন প্যান্ডেল স্থাপন, ব্যানার সংযোজন, পানির ব্যবস্থা করবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও সচেতনতা সৃষ্টির জন্য মাইকিংসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে। কার্যক্রমে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের সচিব ও কর্মচারীরা তৎপর থাকবেন বলে জানান তিনি।

এদিকে, ঈদের দিন দ্রুত বর্জ্য অপসরণে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা, বর্জ্য ফেলে সার্বিক কাজে সিটি করপোরেশনের পচ্ছিন্নতা কর্মীদের সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আজীম।

কোনো ধরণের সমস্যা হলে ওয়ার্ড সচিবকে জানানোর পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।