নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৪ নম্বর বারগাঁও ইউনিয়নে কাওসারা আক্তার মুন্নী (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী নয়ন বাদশা।
এ ঘটনার পর থেকে নয়ন বাদশা পলাতক রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের উত্তর পেয়ারাপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কাওসারা সোনাইমুড়ী উপজেলার পেয়ারাপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে।
নিহতের ভাই শাহজাহান বাংলানিউজকে বলেন, ১৫ বছর আগে আমার বোন কাওসারা আক্তার মুন্নীর সঙ্গে নির্মাণ শ্রমিক নয়ন বাদশার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নয়ন ঘর জামাই থাকতেন। দাম্পত্য জীবনে তাদের সংসারে দুই ছেলে রয়েছে। নয়ন মাদকাসক্ত ছিলেন।
কয়েকদিন ধরে মাদকাসক্ত নয়ন আমার মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
সকালে মুন্নীর দুই ছেলে স্কুলে চলে যায়। দুপুরে তারা স্কুল থেকে ফিরে ঘর তালা বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকলে রক্তাক্ত অবস্থায় মুন্নীর মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে।
পরে পরিবারের লোকজন সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
বারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, মাদকাসক্ত স্বামী নয়ন যৌতুকের জন্য মুন্নীকে পিটিয়ে হত্যা করেছে বলে শুনেছি।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক নয়নকে আটকের চেষ্টা চলছে বলেও তিনি ওসি।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ