ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চলছে ৫ দিনব্যাপী বিতর্ক উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ফরিদপুরে চলছে ৫ দিনব্যাপী বিতর্ক উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’ স্লোগান নিয়ে ফরিদপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বিতর্ক উৎসব।

ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) ও ফরিদপুর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে এ উৎসব চলছে।



প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উৎসবের বিতর্ক প্রতিযোগিতা পর্বের উদ্বোধন ঘোষণা করেন।
     
সদ্যপ্রয়াত সাংবাদিক ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা সালামত হোসেন খানেরর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করে উৎসবের সূচনা করা হয়। এবারের বিতর্ক উৎসবটি তার প্রতি উৎসর্গ করা হয়েছে।

ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি মিথুন কর্মকারের সভাপতিত্বে প্রতিযোগিতা পর্বের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবু সুফিয়ান চৌধুরী কুশল, শওকত আলী জাহিদ, অ্যাড. অনিমেষ রায়, অধ্যাপক রেজভী জামান, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পুঁজিবাদী সমাজে আমরা আমাদের নীতি আদর্শ মূল্যবোধ খুব সস্তায় বেচে দেই। কিন্তু আমাদের সুস্থ্য জীবন ধারণ ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সে স্বপ্নকে যেন না বেচে ফেলি।
  
তারা আরো বলেন, বিতর্ক মানুষকে করে যৌক্তিক যা একটি দেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। যুক্তিনির্ভর একজন মুক্তমনের মানুষ হতে হলে বিতর্কের কোনো বিকল্প নেই। বিতার্কিকরা যুক্তির আলোকে পৃথিবীকে বিচার করতে চান। জ্ঞান প্রজ্ঞা মেধা মননশীলতাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই বিতার্কিকরা বিতর্ক শিল্প দিয়ে রুখে দেবেন সকল অরাজকতা বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
 
১৪-১৬ সেপ্টেম্বরের প্রতিযোগিতা পর্বে বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন স্কুল-কলেজের ৪৫টি এবং দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৮টি দল অংশগ্রহণ করছে। এসব প্রতিষ্ঠানের ৫ শতাধিক বিতার্কিক এ আয়োজনে অংশ নিচ্ছে।

আগামী ১৭-১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিতর্ক উৎসবের মূল পর্ব।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।