ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবা ও টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ফরিদপুরে ইয়াবা ও টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে র‌্যাব-৮ এর দু’টি দল পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩৬৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-৮ এর একটি দল জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের নিজ বাড়ি থেকে তাওহিদুর রহমান জুয়েলকে (২৯) ২৩০ পিস গোলাপী রংয়ের ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা ও দু’টি মোবাইল সেটসহ আটক করে।

অন্য একটি দল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মধুখালী উপজেলার মধুখালী বাজার বাসস্ট্যান্ডের পাশ থেকে মো. সোহাগকে (১৯) ১৩৯ পিস গোলাপী রংয়ের ইয়াবা(অ্যামফিটামিন) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৬০ টাকাসহ আটক করে।
  
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছেন।

মধুখালী ও আলফাডাঙ্গা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।